ধানক্ষেতের কাছে হাতির লাশ পাওয়া গেছে
জলপাইগুড়ি- মlল ব্লক এর Limbu বস্তি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে l এই ছেলে হাতির মৃত্যু বুড়িবাড়ি limbo বস্তি এলাকায় ধানের ক্ষেত এর পাশে হয় l খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতর এর আধিকারিক পৌঁছে যায় l বনকর্মীরা হাতির মৃত্যু কারণ পরীক্ষা করছেন l স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত কাল রাত থেকে পাশের জঙ্গল থেকে এক দল হাতির আগমন ঘটে বুড়িবাড়ি এলাকায় l সকালে সব হাতি চলে গেছে কিন্তু এই একটি হাতি কে মৃত অবস্থায় ধানের ক্ষেতের পাশে পাওয়া যায় l এরপর গ্রামের বাসিন্দারা বন দফতরে খবর দেন l বন দফতর সূত্রে শব ব্যবচ্ছেদ এর পর মৃত্যুর কারণ জানতে পারা যাবে l